ধর্মের কাজে নিজেকে উৎসর্গ করেছি নিয়েছি ব্রত,
ধর্মে ধর্মে বিষবৃক্ষ ছেয়ে গেছে সারা দেশ বুঝিবা কেমনে !
মানবতার কাজে নিজেকে বলি দিবো ছেড়ে দেবো না হাল
তোমার ঘরে ঘাপটি মেরে লুকিয়ে থাকে আজকাল।

মানবতা বিসর্জন দিয়ে ধর্ম হয়েছে আগে!
সুযোগের অপেক্ষায় গুটিয়ে রাখে কচ্ছোপের মুখ,
সময় ও সুযোগ বুঝে বাহির করে সেই মুখ!,

বাহাদুর বনে যায় রাতের অন্ধকারে, দেখে না
কোন মানুষ জনে, কাপুরুষের মত জ্বালিয়ে আগুন
দেখে নয়ন ভরে!

পুড়ে যায় ঘর বাড়ী, পুড়ে যায় মানব দেহ
আর্তনাদ ভেসে আসে কানে, নর-পশুর দল তাণ্ডব করে
হিতাহিত জ্ঞান দুরে রেখে !

বাংলা আমার মায়ের কোল, জন্মেছি এ দেশে
জন্মের সময় এসেছি একই পথে, হিন্দু, বৌদ্ধ,
খ্রীষ্টান, মুসলিম ছিল না তাতে কোন ভেদা ভেদ ।

এই জল, এই বায়ু অধিকার সকলের সমান,
ধর্মের কারণে বিভেদ মোরা পরিবার হয়েছে খান খান
রহিমের শক্রতা গোপালের সাথে ধর্ম হলো প্রাণ।