শ্রাবণ ঘন-বরিষণের দিনে জলের নূপুর
মাধবী’র কথাই ভেবে ভেবে কেটেছে ক্ষণ,
কেটেছে ভোর বেলা, এখন যে হায়
কেটে গেল দুপুর বেলা।

কাদা মাটির সোঁদা সোঁদা গন্ধ,
একটু পরে নেমে আসবে শ্রাবণ সন্ধ্যা!
এখনো হলো না তোমার সাথে দেখা
বৃষ্টির কান্না শুনেই কাটলো সময় একা,
হলো না তোমাকে কাছে পাওয়া
বৃষ্টি হয়েই ঝরলো সব চাওয়া-পাওয়া।

মাধবী হয়তো বা হবে তোমার সাথে দেখা
কোন এক পড়ন্ত বিকেলে অথবা সন্ধ্যা বেলা,
সেই দিন প্রতীক্ষার প্রহর সাঙ্গ হবে গুনা
নয়ন জলে লেখা বিরহ লিপি আমার,  
বাদলের ধারায় ধুয়ে যাবে বিরহ ব্যথা।