স্বপ্নের ঘোরে বিনিদ্র রাত
ঘোরা ট্যাপে আকাশের তারারা
উপহাস করছে,
তাই তো ঘুমহীন এই রাত্রি!  

স্বপ্ন লোকে ঘুরে তুমি কি পেয়েছ ?
যে স্বপ্নলোক থেকে বের হতে পারছ না  
পেয়েছ কি নিঃশর্ত ভালবাসার মন
আসলে তুমি কি স্বপ্নলোক থেকে বের হতে
চাও!

সবাই ছেড়ে যাবে যে দিন তুমি হবে একা
চরম সত্যের মুখোমুখি হবে সেই দিন,
বিদায়ের ঘনঘটা বেজে উঠবে চরম সত্য
আসবে সেই ক্ষন অবশ্যম্ভাবী!