বিছানায় ঘুমতে গেলে তোমার বিনিদ্র চোখ,
পাশে নিথর দেহ অপেক্ষায় নখ বিহীন
হাতের আঙ্গুল দেহের দেউড়িতে প্রবেশ করে
ভেজা সাবানের মত খামচে যত দূর উপরে
উঠার চেষ্টা মধ্য রাতে ঘটে।
খানিক পরে ক্লান্ত দেহ অবসাদ নিয়ে
বিছানার উপরে চিৎ হয়ে ধীরে ধীরে ঘুমের সাগরে
ডুবে যাওয়া, আবার শূন্য লোকে তোমার
পিঠ খামচে ধরে টেনে তোলা।
এভাবে প্রতি রাতে সৃষ্টির ফসল বুনে
সৃষ্টির আশায় কিন্তু জমিনে মরুভূমির মাঠ
ফসলের সন্ধান নাই, তবুও কৃষক হতাশ নয়
নতুন করে ফসল বুনে সৃষ্টির আশায়।