আমি চলে যাবো পৃথিবী ছেড়ে
বিধাতার ডাকে,
ক্ষন কালে কেন পাঠিয়ে ছিলে
এই কোলাহলে, মায়ার বাঁধনে
জড়িয়েছি আমি!
ছিন্ন করি কি করে, অন্তর দহন
জ্বলছে তখন, যখন ডাক আমায়।
গোলক ধাঁধায় চরকি তে উঠে
ঘুরছি দিশেহারা, পায় না পথ
পথের দিশারী করেছে কারা
ভুলের মাল্য গর্দানে পরে
কুলের পথের খোঁজে মনোমালি
তুমি, রেখেছ ধরে ভুবন তরী র মাঝে।
না পাওয়ার যাতনা সহনীয় তবে,
পাওয়ার যাতনা বড়, ভুলে যেতে পারিনা
তোমার দেয়া কামনা, সব কিছু বি ফলে
যাবে, কিনারা ছোঁয়ার আগে!
ভাগ্য বিধাতার ললাটে লেপন সঙ্গী হবে তবে।