ছেড়ে এসেছি বহুদিন হলো
পিছনে ফিরিনী আর,
অন্তর দহনে পুড়ে পুড়ে হৃদয়
হয়েছে সামর্থ্যবান,
তোমা বিহনে অন্য কোন খনে
হারিয়ে যায়নি মন,
নীল আকাশের তারায় লুকিয়ে
রেখেছি গোপন,
সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে গর্জন
কর্ণ-কুহু রে গমন,
ঢেউ’র মাঝে খুঁজি তোমার মন
এলোমেলো হাওয়া, ধুসর বালুর চর
দাঁড়িয়ে একাকী মন,
যদি ফিরে আসি নেবে কি আমায়
তোমার করে,
নাকি! ফিরিয়ে দিবে আগের মতন
অন্য কোন অজুহাতে!