পৃথিবীতে বিবর্তন ঘটে ধীরে ধীরে
ঠিক তেমনি মানুষের পরিবর্তন ঘটে ধীরে,
শিশু থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন,
যৌবন থেকে বৃদ্ধ, তার পর পৃথিবী থেকে বিদায়,
এ তো স্বাভাবিক বিবর্তন!
জগতের ও পরিবর্তন হচ্ছে স্বপ্নের মতন,
কখনো কখনো স্বপ্নের পরিবর্তন লক্ষ্য ভ্রষ্ট হয় !
নদীর উন্মাদন ধীরে ধীরে কমে আসে,
নদী শুকিয়ে চর পড়ে তবে নদীর দাগ থেকে যায়।
শুঁয়াপোকা থেকে ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে
জন্ম নেয় প্রজাপতি তারপর ও শেষ যাত্রা,
জঙ্গলে শিকারের আশায় হরিণের পিছু ছুটতে ছুটতে
বুড়ো বাঘ নেতিয়ে পড়ে চোখের জলে ভেঙ্গে পড়ে মনোবল।
অহংবোধে ছাড়া সৌন্দর্যের কোন অর্থ নাই
পৃথিবীতে কোন বস্তু পুড়ে গেলে তার ছাই ভস্ম থাকে.
কিন্তু মানুষের স্বপ্ন পুড়ে গেলে দেহের ভিতর অঙ্গার হয়ে যায়,
বাহির থেকে বুঝা যায়না।