বাস্তবতার মুখোমুখি হতে সবাই ভয় পায়
কর্মে ফাঁকি দিয়ে বহুদিন পাপ করেছো তুমি
কখনো ভাবো নি সত্যের মুখোমুখি হতে হবে!
চারিদিক অন্ধকার এখানে সেখানে গিয়েও
তোমার চাওয়া কেউ বুঝতে চায় না।

ফাঁকি দেয়ার সময় কখনো ভেবে ছিলে
এমন দিন আসবে তোমার!
পুর্নিমার রাত তোমার কাছে অমাবস্যার রাত
শরীরে শক্তির অভাব, মাথায় আবোল তাবোল
হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে,
কি করবে আর কি করবে না।

দায়িত্ববোধ, নেতৃত্ব বড় কঠিন কাজ, সত্য ও
নিষ্টার সাথে করতে হয়।
হারিয়ে বুঝেছ কিছুতেই মেনে নিতে পারছ না
তোমার ভুল, নিজেকে বার বার ধিক্কার দিচ্ছ!

মিথ্যা আর অসত্য একবার হলেও বেরিয়ে আসবে
সত্য চিরদিনই সত্য, শত চেষ্টায় দমিয়ে রাখা যায় না।
অসহায় লাগছে তোমার কিছুই করতে পারছ না!
ভাবছো এগুলো করা সঠিক হয়নি,
এখন ভেবে মন খারাপ করে লাভ কি ?