কুয়াশার ভিতর রঙ্গিন সূর্য
নতুন দিনের সন্ধানে
সব কিছু যেন নতুন লাগছে
মন ভেসে যায় অন্য কোন খনে!
প্রকৃতির প্রেমে পাগল আমি
দূর্বা ঘাসে শিশির বিন্দু,
মুক্তা র দানায় আলোক রশ্মি,
শিউরে উঠে শরীর ময় স্পর্শ যখন পায়।
দূর্বা ঘাসে পায়ের ছাপ,
প্রসূতি মায়ের নব-জন্মের দাগ,
ভেসে উঠে মাতৃত্বের স্বাদ,
পৃথিবী প্রকৃতি মানুষ মিলেমিশে একাকার।
শীতের সকালে উঁকি মেরে উঠা নতুন সূর্য,
নতুন করে বাঁচার স্বাদ
ক্ষুধা, দারিদ্র, অভাব কে দুরে ঠেলে
আগামী দিনের পথে এগিয়ে চলা।
মাতৃ বুকে আলগে রাখে পৃথিবীকে
যুদ্ধ, গোলা-বারুদ, সমর শক্তি,
প্রতিযোগিতা দুরে ঠেলে নব-জন্মের
জন্য বাসযোগ্য পৃথিবী গড়ার শপথ
মাকে ভালবাসি, জন্মভূমি ভালবাসি।