সম্পর্কটা খাদের কিনারায় এসে দাঁড়িয়ে
বহুদিন এক জন অপর জন থেকে দুরে
কি করে দুরে থাকা যায়,
প্রথম দিনের কথা কি মনে পড়ে না !
ভুল বুঝাবুঝি চলমান ঘটনা জীবনে হর-হামেশা ঘটে!
সিদ্ধান্ত বিচ্ছেদের!
কোন কথা থেকে ঘৃণার সূত্রপাত বুঝা গেল না,
যশ, খ্যাতি, ধন-দৌলত অর্জনে ডুবে ছিলাম,
কোন দিন অপরের দুঃখ কষ্ট অনুভব করিনি,
শুধু ছুটে চলেছি চলমান মানচিত্রে র মত!
যখন আমাদের প্রথম পরিচয় হয়েছিল
তখন তো এমন ছিল না, বহুদিন এক সাথে পথচলা
অতঃপর বিয়ে, তারপর শুধুই টাকার পিছনে নিরন্তর ছুটে চলা,
ভাবিনি ভুল বুঝাবুঝি হবে, ঘরে বসে অপেক্ষার পালা,
ভালবাসা ছিটেফোঁটা অবশিষ্ট নাই, এরকম আমি তো চায়নি!
একটা কাগজে স্বাক্ষর দিলে তুমি আমার কাছ
থেকে দুরে চলে যাবে কিন্তু কোন দিন ও কি তুমি
তোমার মন থেকে মুছে ফেলতে পারবে!
এতটুকু কি খারাপ লাগবে না
চব্বিশ ঘন্টায় এক বারো কি মনে পড়বে না।
এত ঘৃণা জমা হয়ে আছে তোমার মনে আমার জন্য!
তুমি ছেড়ে গেলেও তোমাকে হৃদয়ের মাঝে রেখে
ভালবেসে যাব।