জীবনের কোথা থেকে শুরু আর কোথায় গিয়ে শেষ
সে তো একমাত্র জানে বিধাতা !
আমি অধম খালি চোখে দেখি সুরমা নদীর গতি টা
ঢেউ খেলে যায় নদীর বুকে আগে পিছে তরঙ্গ
রেখে যায় পলি মাটি জেগে উঠে চর !
রাতের নীল আকাশ চাঁদ আর তারাদের মেলা
দেখে মনে হয় পাশাপাশি তাই তো মোরা ভালবাসি
আকাশ যেন মিশে গেছে ঐ পাহাড়ের গায়
দুর্বিষহ বিপদ ডিঙ্গিয়ে দেখি যোজন যোজন দুরে সীমানা বিহীন।
তুমি আমি সংসার করি খুব কাছে থেকেও বহু দুরে
মনের মিলনে বাধা জেগে থাকে অতীত ঘুরে
মিলে যেতে মন চায় একা যখন থাকি অতীত ভুলে
কাছে এলে আকসাৎ চারিদিক থেকে ঘিরে ধরে অতীত !
তোমার আমার জীবনের পাঠশালা রচনায় ঘেরা
আশা নিয়ে বেঁচে আছি চাঁদ আর তারার দূরত্ব খানা
সবাই বলে সুখী মোরা বাহিরের আবরণ
বিচ্ছিন্ন করে দিবে মৃত্যু যখন করবে আলিঙ্গন ।