কাঠ ফাটা রোদে এক পসলা বৃষ্টির আগমন
মন চায় কৈশোরের মত বৃষ্টিতে ভিজতে
প্রকৃতির প্রেমে হাবুডুবু খেলতে কিন্তু উপায় কই
বিজলী চমকায় আর ইদানীং বিজলীতে মরার লাইন
কৈশোর বয়সে বিজলীর আওয়াজ কানে এসেছে
কিন্তু মরার খবর আসেনি ভয় আর আতংকিত হয়নি।

প্রকৃতি আর আগের মত প্রেম নিবেদন করে না
প্রকৃতি যেন মানুষের সাথে আড়ি দিয়ে ভালবাসা বিমুখ
রুক্ষ ব্যবহার জন জীবন অতিষ্ঠ করে তুলেছে
প্রকৃতির রূঢ় আচরণ দিন দিন বেড়ে চলেছে ঋতুর গর্ভে
প্রকৃতির ভারসাম্যতাও দিন দিন হ্রাস পেয়েই চলেছে
দায়ী দের দিকে আঙ্গুল তুললে মানব প্রজাতি দায়ী ।

বৈরী প্রকৃতি পশু পাখিদের আচরণে পরিবর্তন লক্ষণীয়
এখন সব প্রজনন বৈজ্ঞানিক পদ্ধতি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে
যেমন মুরগী এখন বংশ বিস্তারে ডিমে তা দেয় না,
গাভীকে আর ষাঁড় দ্বারা গর্ভধারণ করাতে হয় না  
সকল মাছ হেচারীতে জন্ম নিচ্ছে স্বাভাবিক প্রক্রিয়ার প্রয়োজন নাই
চাষীরা এখন নাঙ্গল দিয়ে জমি চাষ করতে চায় না
সকল কাজ কর্ম যেন মেশিন দ্বারা সম্পাদন হচ্ছে বিজ্ঞানের আর্শিরবাদ ।

এক মোবাইল বিনোদন জগতে কে খেয়ে ফেলেছে, আতিথেয়তা
যোগাযোগ সব কিছু হাতের মুঠোয় তাই তো মানুষ লোভী স্বার্থপর
আর অলস………………!