বিবর্তনের সকল ধারা ধরার মাঝে ঘটে
জ্ঞান বিকাশে মুক্তধারা অন-লাইলে জোটে
কচি কাঁচার মনের বিকাশ মোবাইলের ভিতর
মনের আবেগ মনের চাওয়া পাওয়া প্রকাশ নাহি ঘটে ।
সৃজনশীল চিন্তা শক্তি বড় অসুখে ভোগে
সমাজের কথা দেশের কথা ভাববে কেমন করে
সামাজিক জীব মানুষ যদি বন্দীশালায় থাকে
সমাজের উন্নতি দেশের উন্নতি রয়ে যায় আড়ালে ।
খেলাধুলা আড্ডা দেয়া গুচ্ছ গল্প মনোহরা চার দেয়ালের মাঝে
অভিভাবকের কড়া শাষণ বুঝবে কেমন করে ।
বিবর্তনের ধারায় পড়ে আটকিয়ে পড়েছে মানুষ
কমল মতি শিশু-কিশোর বেড়ে হচ্ছে আজব মানুষ
বিবর্তনের খেলায় দেখি সভ্যতা গেছে উড়ে,
জামা কাপড় ছেড়ে মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে।