দূর থেকে পুরানো দিনের গান ভেসে আসছে
প্রেম একবার এসেছিল নীরবে
জীবনে প্রেম হঠাৎ করে এসে যায়
কখন আসে প্রেমিক প্রেমিকা নিজেও জানে না।
ধুম্রজ্বালে আটকে পড়ে পুর্নিমার চাঁদ, অজানা
কষ্ট বুকের ভিতর থেমে থেমে আসে,
নিবেদিতা কি বুঝে আমার এই কষ্ট টা
পুর্নিমার রাতে ছাদের কোনে বসে একা।
নিবেদিতার কথা ভেবে কেন, এত অস্থির লাগছে
সত্যি কি নিবেদিতাকে আমি ভালবাসি!
কি করে তাকে বলব আমার ভালবাসার কথা
যখনই ভাবি বলব তখনই আমার হাত, পা ও
গলা শুকিয়ে আসে, অন্তর্বেদনায় ভুগতে থাকি।
পড়ন্ত বিকেলে নিবেদিতা কে গোলাপ দিয়ে
ভালবাসার কথা খুব সাহস নিয়ে বলে ফেললাম
কিন্তু নিবেদিতা নির্বাক কেন! আমার টেনশন হচ্ছে
হঠাৎ নিবেদিতা বলে দিলো, আমি অন্য কারো।