কান কাটা মানুষ গুলো
কানে হাত না দেয়
লজ্জা শরম দুরে রাখে
অন্যের চোখে তাকায়।
অন্য লোকে কিবা বলে
শুধু নিজের গান গায়
বিপদ দেখলে শুয়ে পড়ে
নিজের আখের গোছায়।
বিশেষ জন্তুর লেজ বাঁকা
সকলে তা জানে
সারা বছর থেরাপি দিলে ও
ঘুরে আগের জায়গায় আসে ।
আবহাওয়ার সাথে দারুণ মিল
শীত নিদ্রায় যায়
সুযোগ পেলে বেরিয়ে আসে
চরিত্র নাহি বদ্লায়।