ফাগুনের শেষে শিমুল আর পলাশের বনে
কি অদ্ভুত! প্রকৃতি গাছের পাতা ঝরে মাটিতে
নতুন কচি পাতা গাছে আগমনে, শিমুল আর
পলাশের গাছে ফলের গুঞ্জন।
আম আর লিচুর গাছে মুকুলে গুটির বহর
না বলা কথা, ভ্রুনে শুকায় আবেগ আর
হতাশায় তবুও বাঁচার স্বাদ জাগে।
প্রকৃতি কে ভালবাসার চেয়ে মহৎ কিছু হতে পারেনা
চোখ মেলিয়া দেখ, বাংলার প্রকৃতির প্রকৃত রূপ
খুঁজে তোমার চোখের কোনে গোপনে।
পড়ন্ত বিকেলে ছায়াতরু তলে দাঁড়িয়ে আড়ালে
মন পুড়ে তোমার বুকে সোনালী আলোর আভা
ঠোঁটের আড়ালে কেঁদে মরেছে না বলা কথা মালা।
বাউল গায় প্রকৃতির গান এক তারায়
মনের গহীনে আলু থালু করে বালুচর বনে
তোমাকে দেখার বড় স্বাদ জাগে মেঘ আকাশের নীচে।
অন্ধ বাউল গাঢ় অন্ধকারে খুঁজে ফিরে আলোর দিশারী
প্রকৃতির গানে দেহতত্ত্ব মিশ্রনে খুঁজে জীবন তরী
বিধাতা চোখের আলো দেয়নি বটে দিয়েছে মনের আলো
প্রকৃতি কে ভালবেসে সকলের মাঝে বিলাইব মনের আলো।