বেশির ভাগ মানুষের কাছে শুনা কথা
কখন যে কি হয় বলা মুশকিল,
আমি ভাবি! এটা কি তাদের মনের কথা,
নাকি কথার কথা!
ভাবলে আমার অবাক লাগে আবার হাসি পায়
আমরা কেহ অর্থ বুঝি না তবু ও বলে যায়।
না জেনে জানার ভান, করি আমরা সম্মান, সম্মান
পেয়ে আত্মহারা, বুঝে উঠার আগে কাম সারা।
অন-লাইনে পাবে সব, বুদ্ধি করে দেখ সব, ধৈর্য,
সয্য, অধ্যবসায় তিন বিষয়ে নাই তো গো সাই!
শুনে আমি শুনোজীবি, বুদ্ধি হারিয়ে বুদ্ধিজীবী,
কর্ম ছাড়া কর্মজীবি, সবাই এখন আয়নাজীবি
ভালবাসায় ভাবের অভাব, পয়সা চাওয়া তারই
স্বভাব, সবাই এখন কান কাটা বলতে গেলে
খোদার বেটা!
পালের নৌকা পালে যায়, মন পিয়াসী পড়ে রয়,
কখন যেন কি হয়ে যায়!
বাহির দেখলে ফিটফাট, সন্ধানে গেলে সদর ঘাট।
স্বপ্ন-আয়ু তে দুনিয়াদারি, চেয়ে দেখলে সবি তারি,
ভেবে চিন্তে কর্ম সারি।