নিঃশব্দে নিরবতায় খুঁজছি তোমায়
ভরা পুর্ণিমায় চাঁদের আলোয়
খুঁজছি তোমায়,
চৌ-রাস্তার মাথায় দাঁড়িয়ে
খুঁজছি তোমায়,
জানালায় দাঁড়িয়ে চুপি সারে
খুঁজছি তোমায়,
হাজারো পাখির কলোতান নিরব
হলো গভীর রাতে, তুমি নেই,
পাহাড়ী ঝর্ণার শব্দ শুনে খুঁজি তোমায়,
ঝর্ণা ধারা নিরবে বিলিয়ে দেয়,
সে বলে, কেন!
এই তো তুমি আছো পাহাড়ের গা ঘেষে!
সদ্য জন্ম নেয়া শিশুর হাসির মত
ভোরের রোদ্দুর বারান্দার গ্রিল ভেদ করে
আরাম কেদারায়,
অদ্ভুত এক উঞ্চতা, গোপন আলিঙ্গন অনুভুত!
অপেক্ষা! তুমি আসবে বলে, তুমি ছিলে
তোমায় ঘিরে ছিল আলোর রেখা,
তুমি কখনো জানতে পারো নি।
তুমি হয়তো মিশে গেছো কোলাহলে
অথবা পিন পতন নিরবতায়,
নতুন তুমি অট্টো হাসি হেসে
চিনিয়ে দিও আমায়।