ফুলের সাজি সাজিয়ে বসে আছি
তোমার অপেক্ষায়!
ব্যাকুল মন, হৃদয়ের ঢেউ উথাল পাথাল করে
কিনা রায় থিতু হতে!
সর্বনাশা মন মানে না বারন কেমনে রাখিব ধরে।
হৃদয় আমার তপ্ত বালু কনার মাঠ জলের অভাবে
অঙ্গার হয়ে আছে,
তোমার অপেক্ষায় পথ চেয়ে আছি
তুমি আসবে বলে মাধবী!
মনের ঘোরে রাতের অন্ধকারে মাঠের কোনে বসে
ভাবি নিরালায়!
তুমি আসবে বলে অপেক্ষায় আছি!
ভালবাসার জ্বরে আমি অসুস্থ, এ এক নতুন অভিজ্ঞতা,
আগে বুঝিনি।
শুধু কল্পনার আকাশে চাঁদ হয়ে আজন্মকাল,
নীল আকাশে তারার দিকে অপ লোক দৃষ্টিতে তাকিয়ে থাকা
আর কত দিন কত রাত যমুনার তীরে খেয়া নিয়ে বসে থাকব!
জোনাকিরা ভিড় করে আমার চারিদিকে,
রাতের তারা হাত ছানি দিয়ে ডাকে আমায়,
মেঘের চাদর ঢেকে রাখে নীল আকাশ
তুমি কি আমায় বুঝ না মাধবী!