কষ্টের পুঞ্জ ঢেউ খেলে যায় অন্তরে
কাছের মানুষ হেলা করে বুঝে না মোরে
নেবার জন্য সবাই রেডি জানতে চায় না মোরে,
সুখের বাড়ী সবার লোভ, চিনে না আমারে।
মনের গহীনে মন টাকে রাখি বাঁধিয়া
বেহায়া মন না মানে বাঁধন,
পাহাড়ের ঝর্না থেকে গড়িয়ে পড়ে জল
মনের জ্বালা মনে থাকে সাগরে অতল।
মনের উপর মন বসাইয়া ভালবাসি তোমারে
ভালবাসা ছেড়ে গেলে, কষ্ট দিলে আমারে
আঁধার রাতে খুঁজে ফিরি সমুদ্রের কিনারে
ঢেউ’র উপর ঢেউ খেলে যায় খুঁজে পাই না তোমারে।
ইচ্ছা জাগে হ্যামিলনের বাঁশি ওয়ালা হতে
এক ফুঁ’তে দুঃখ ঘুচায় আর ফুঁ’তে গণতন্ত্র
মনের বেড়া, মনের তুষ্ট, মন ছুটেছে অজানায়
বিধি কেমন করে সকলের মন যোগায়।