মানুষের মুখে হাসি ফোটানো সহজ কথা নয়
সহসা মানুষকে কাঁদানো যায়,
দুঃখ দেয়া যায়, কষ্ট দেয়া যায়! সময়টা ই এমন,
আমরা আমাদের চারিদিকে দেখি আর কষ্ট পায়।
কুকুরের সাথে মানুষের খাবারের কাড়াকাড়ি,
ডাস্টবিনে ফেলে আসা উচ্ছিষ্ট খাবার রাস্তার পাশে
বসে আনন্দে খায় পথ শিশু !
তথা-কথিত ভদ্রলোক মোবাইলে ছবি তুলে আন-লাইনে
পয়সা কামায়! সহযোগী তার হাত বাড়ায় না।
প্রকাশ্যে দিবালোকে ছিনতাই কারী সর্বস্ব লুটে নেয়
আমরা দেখেও না দেখার ভান করে পাশ দিয়ে যায়।
উড়তি ধণীলোক অর্থ পাচার করে বিদেশে, আইনে
বাধা থাকলে ও, না প্রতিবাদে সোচ্চার হইনা, নিজের
লাভের আশায়!
সমাজের পরতে পরতে দুর্নীতি, অনিয়ম আঁষ্টে পৃষ্ঠে
জড়িয়ে আছে, দূর করা সহজ নয়। সম্মিলিত ভাবে
এগিয়ে এলেই সম্ভব! সকলের মুখে হাসি ফুটা তে
পারে শিল্প-সংস্কৃতিতে জড়িত লোক, যারা উৎসর্গ
করেছে সামান্য তম মানুষের মুখে মুক্ত হাসি ফুটাতে---
এইটুকু র বড় অভাব!