সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেলো ঘরের ভিতর গুমোট ভাব
অস্থির করছে মনটা!
বাহিরের জানালাটা খুলতেই মৃদু হাওয়া বুকে স্পর্শ করে গেল!

বুকের ভিতর অসহায়ত্বের ভাবটা যেন হৃদয়ের
ভিতর থেকে বেরিয়ে দু’দন্ড শান্তি দিয়ে গেল,
একাকীত্ব আমাকে কুরে কুরে খায়,
মাঝে মাঝে প্রকৃতি আমাকে ভুলিয়ে রাখে অসহায়ত্ব!

আজকের আকাশ সকাল থেকেই মেঘ আর সুর্য লুকোচুরি খেলছে,
সাদা ওড়নার মত বিছিয়ে আছে নীল আকাশে মেঘ,
নামবো নামছি করছে কিন্তু ধরায় বৃষ্টি হয়ে ঝরছে না!
ঠিক যেন আমার মনের মতন!

পাশের বাড়ীর হরে-কৃঞ্চ দাদা সাত সকালে বেহালায় করুন সুর তুলেছে,
নিশ্চয় দাদার মনটা ভাল নাই,
বেশ কিছুদিন হলো বৌদি বাপের বাড়ী গেছে,
উভয়ের প্রেম দেখলে যে কোন লোকের হিংসে হবে
একা থাকলেই বেহালা টা তার সঙ্গী।

বেহালার সুরে,ভাবনার ভিতরেই আমায় নিয়ে যায় পিছনে
স্মৃতি পটে দল বেধে কষ্ট আর দুঃখের কুণ্ডলী নিয়ে যায় অতীতে,
আমি মনে করতে চায় না, সেই যন্ত্রনা, দুঃখ, কষ্ট আর অবহেলার দিনগুলি,
তবুও আমি তো মানুষ!

জীবন চক্রের বাঁকে বাঁকে কত আনন্দ বেদনা গুঁজে থাকে স্মৃতির পাতায়,
আগামী দিনের চলার পথকে সহজ করে তোলে!
ভালবাসা, প্রেম, আবেগ আর মিলন জীবনের একটা বড় অংশ দখল করে আছে,
প্রতিটি নর-নারীর জীবনে!