দুঃখ আমার চির সাথী,
দুঃখের সাগরে ডুবে গেছি
আঁখির পাতা জলে ভিজে
অন্যের চোখে জল দেখলে।

ভালবাসা পাগলা ঘোড়া
যে করেছে তাকে তাড়া,
ঘুমের মাঝে আতঙ্কে উঠি
মা বুঝি দেখলো নাকি।

জলের ভিতর পদ্ম পাতা
পাতার উপর জলের ফোঁটা
হাওয়ায় দোলে পদ্ম পাতা
গড়িয়ে পড়ে জলের ফোঁটা।

রাতের বেলায় জোনাকি জ্বলে
চাঁদ মামা হাসছে বলে,
শিয়াল ডাকে হুক্কা হুয়া
বন্যা বলে পালাও মামা।

সবাই আমাকে ভুলে গেছে
স্বার্থ তাদের ফুরিয়ে গেছে,
স্মৃতির পাতা সামনে ভাসে
দুঃখের সাগরে বেঁচে আছি।