দক্ষিণ থেকে বাতাস বহে
শান্তির বার্তা নিয়ে,
এই ভুবনে শান্তির অভাব
জানে সকলে!
এই ভুবনের ভুবন তরী র
হাল ধরবে কে
মিথ্যার কোলে মাথা রেখে
করছে বাবু গিরি!
স্বার্থের টানে ছুটছে মানুষ
বিবেক হীন ভাবে,
ভাল মন্দের হিসাব ছাড়া
স্বার্থ খুঁজে আগে।
এই জগতের বৈরী বাতাস
মানুষেরই সৃষ্টি
ক্ষণে ক্ষণে রূপ বদলায়ে
করছে অনাসৃষ্টি!
স্বার্থ ছাড়া বিচার করে না
এই জগতের লোক
অবাক হয়ে তাকিয়ে দেখে
এই সমাজের লোক।