মেঘের আবিরে ঢেকে যায় আকাশ
সূর্যর চোখে জল গড়িয়ে পড়ে ধরায়
উৎসুক জনতা খুঁজে ফিরে মাথার ছাদ
কেউ বিরক্ত আবার কেউ বা উৎসুক নয়নে
চারিদিকে চোখ, যদি আশ্রয় মিলে!
কৈশোর আর যৌবনের মাঝে হাবুডুবু খেলা
জীবনে ঘুর্নী ঝড়ের আগমন ঘটে,
কখনো নিজে কে হারিয়ে ফেলে আবার কখনো নীরবে
বিদায় নেয় সময়, সিদ্ধান্ত হীনতায় !
কত কি আবোল তাবোল চিন্তা মাথায় আসে
অন্তরে ক্ষরণ হয় যখন দেখি তীব্র শীতে
হত-দরিদ্র মানুষ গুলো আগুন জ্বালিয়ে
একে অপরকে জড়িয়ে ধরে আছে!
পৌষ মাস তীব্র শীত আবার মেঘের আগমন
আকাশ অন্ধকার চারিদিকে কুয়াশা সূর্য উঁকি দেয় না।
সকল কিছু উপেক্ষা করে, নিরন্তর ছুটে চলা
স্বার্থপর আমি লেপের ভিতরে বাহিরের আকাশ দেখছি!
জীবন যুদ্ধে ওরা রাস্তায় নেমেছে রোজগারের আশায়,
আমার আর ওদের মধ্যে কোন পার্থক্য নাই, তবে কেন!
ঘরের ভিতর, দুপুরের খাবারের নিশ্চয়তা আছে বলে !
তবে ওদের কেন নাই! ওরাও তো এ দেশের মানুষ ?