মনের মাঝে স্বপ্নের জাল
বুনে রেখেছি অপেক্ষার কাল,
বাবা আসবে বাজার থেকে
বায়না ধরা জিনিষ নিয়ে
তর সইছে না মনের মাঝে !
মা আমার ভীষণ রাগী
রেখা পড়ায় হেবী জেদী
পড়ার টেবিলে পড়া ছাড়া
অন্য কিছু ভাবে না!
মনের ভিতর অন্য অনুভূতি
মাকে বলতে পারছিনা।
ধ্যাত বাবা কেন আসছে না
অন্য মনে বই’র দিকে তাকিয়ে
থাকি মাকে দেখে!
কাছে এলে ভয়ে থাকি, এই বুঝি
পড়া ধরে, মন যে মানে না,
বাবা কেন এখনো আসছে না।
পুতুল নিয়ে খেলবো তখন
বাবা কিনে আনবে যখন
মা শুনলে রেখে যাবে, এত পুতুল
কি হবে! বাবা যাকে খুকু মনি
এই তো আমার মা মনি।
( বড় বোন হেনা কে উৎসর্গীকৃত লেখা)