বাবা তোমাকে আমার মনে নেই, সেই ছোট বেলায় তুমি
আকাশের তারা হয়ে গেছো।
র্দু-ভাগ্য আমার তোমার কোন ছবি নেই, সেকেলের
মানুষ তো!

বাবা তখন আমার বয়স পাঁচ কিংবা ছয় ছেলে হিসেবে
তোমাকে সেবা করার কোন সুযোগ হয়নি। আবার বাবার
কোন আদর স্নেহ আমার পাওয়া হয়ে উঠে নি।

সৃষ্টিকর্তা কে দোষ দিয়ে তোমাকে কোন দিন পাব না !
তোমার আদর তোমার শাষণ আমার কোন অভিঙ্গতা
নেই, তবে হ্যাঁ বাবা বন্ধুর বাবাকে দেখে অনুভব করতে
পারি।  

তুমি থাকলে মনে হয় ঐ ভাবে আদর, স্নেহ ও শাষণ করতে !
বাবা তুমি যেখানে থাক, তোমার প্রতি আমার শ্রদ্ধা, সম্মান,
বিশ্বাস চিরদিন থাকবে!

এই সুন্দর পৃথিবীতে আমি তোমার জন্য আসতে পেরেছি!
বাবা তুমি আমাকে দূর থেকে আর্শিরবাদ কর?