বাবা আমার স্বপ্নের পুরুষ ভাবি মনে মনে
বাবার মত হব আমি মা ভাবে মনে,
তিয়াত্তরে আমার বয়স ছিল মাত্র ছয়
সেই বয়সে এতিম হলাম মনে বড় ভয়!
বাবার স্নেহ বাবার আদর পড়ে না আমার মনে
স্বপ্নে বাবার আদর পায় জানে শুধু মনে,
এতিম ছেলের বেড়ে উঠা গাড়ীর চাকার মত
ঘুরতে থাকে এদিক সেদিক গন্তব্য নাহি জানে।
বন্ধুর বাবা আদর করে বন্ধুর গাল টিপে,
দূর থেকে তাকিয়ে দেখি ইচ্ছা জাগে মনে,
মায়ের কাছে বাবার গল্প শুনি রাতের বেলা
বাবা নাকি সুন্দর ছিল করত হাসি খেলা!
বিচার কার্যে পটু ছিল, আইন ছিল জানা,
রাশ ভারী লোক ছিল, ব্যক্তিত্ব ছিল কঠিন
পাড়ার সবাই সম্মান করত নেতা অমলিন,
ভীষণ বিপদে অবিচল থাকা চরিত্রের বড় গুন
সবার কাছে শ্রদ্ধা র ছিল মায়ের কাছে জানা।
বাবার আদর্শ সামনে রেখে বড় হয়েছি আমি
মা ভাবে বাবার মত ডুপ্লিকেট হয়েছি আমি।