কবিতা তুমি আমার ভালবাসা
না পাওয়ার আশার আলো
কবিতা আমার একাকীত্বের বন্ধু
কবিতা তুমি আমার কথার সাথী
দুঃখ, কষ্ট, হৃদয়ের জ্বালার টনিক
নদী পাড়ে দাঁড়িয়ে মুক্ত হাওয়া খাওয়া।

কবিতা আজ আমার মন ভাল নাই
শরীরে প্রচণ্ড ব্যথা, জ্বর জ্বর ভাব,
খুশ খুশ কাশি, শক্তি নাই শরীরে
দেহের বা দোষ কি, আর কত !

কবিতা প্রকৃতি আজ হুমকির মুখে
বন-জঙ্গল উজাড়, ইট ভাটার পোড়া মাটি,
উঁচু উঁচু দালান কোঠা সারি সারি,
বাতাস দুষিত, পানিতে আবর্জনা,
নদীতে নর্দমার মুখ, কোথাও শান্তি নাই।

কবিতা আজ অভিমান করেছে
দারিদ্র, অভাব, বেকারত্ব সারাক্ষণ তাড়া করে,
ভালবাসার মানুষ ছেড়ে চলে গেছে
প্রেমিকা ধনীর বখাটে ছেলের হাত ধরে
আমায় ছেড়ে গেছে।

কবিতা গণতন্ত্রের পথ আজ রুদ্ধ
মুখে গণতন্ত্রের কথা বলে জনগনকে ধোঁকা দিচ্ছে,
স্বৈরতন্ত্রে হারিয়ে গেছে,
গণতন্ত্রের চোখে কালো কাপড় বাঁধা,
শুধু কবিতার লাইনে লিখা!