পিতা মাতা আমাকে পৃথিবীর মুখ দেখালেন
সৃষ্টিকর্তা পুরুষ হিসাবে ধরায় পাঠালেন
পুরুষরা সিংহের জাত হুংকার দিয়ে চলে
সব সময় আত্ম-গরিমায় ভুগে বীর সিংহ পুরুষ।
বাল্যকাল গেল কৈশোর গেল ভালবাসা অটুট
পরিবার থেকে খামতি নেই কারন আমি পুরুষ
ধরায় আমরা সুযোগ নিতে এসেছি পাওয়ার জন্য উদগ্রীব
হৃদয়ে ভালবাসা জন্ম নেয় কৈশোর যৌবনের মাঝে....
উতলা বেহায়া মন প্রজাপতির মতন উড়ু উড়ু করে
ফুলের মধু আহরণ করে এ ফুলে অন্য ফুলে
ভাল লাগা থেকে জন্ম নেয় ভালবাসার কলি
এ ফুল থেকে অন্য ফুলে থিতু হয় নির্দিষ্ট ফুলে !
উদাসীনতা, একা থাকা নিজের ভুবনে হারিয়ে থাকা
স্বপ্নের মাঝে নিজেকে হারিয়ে ফেলা প্রেমের ছুত রোগে
পরি নতি ঘটলে ই চার দেয়ালের মাঝে আটকে পড়া ।
সিংহ পুরুষের হুংকার নেই সমস্ত কিছু সমরপন নারীর কাছে
নারীকে কেন্দ্র করে ঘুরতে থাকে সময়ের চাকা
রেল গাড়ীর বগি চলতে থাকে আমৃত্যু নারীর ভালবাসার ঘানি
নিজেই বড়াই না করে যে নারীর কাছে আঁকিয়ে আছে
কৃতিত্ব ঐ নারীর সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি ।