ঘোষনা দিয়ে সাহায্য করা সাহায্য নয়
লোক দেখানো সাহায্য নিজের লাভে
দুরভী সন্ধি লুকিয়ে থাকে তার মাঝে,
যে সাহায্য করে সেই শুধু জানে !
অভাব আর সংকট এক নয়, ভেবে দেখা উচিত,
নব্য ধনী গোষ্টি অহরহ গুলিয়ে ফেলে
বাবা না হয়ে বাবার ভূমিকা পালন করা
ভুলে যায় শেষে অভিনয় তো অভিনয়!
ধনী আর গরীবের ব্যবধান যুগ যুগ ধরে
ধনীদের মন খেয়াল খুশির মাঝে গরীবের
জীবন চলে তাদের বিশ্বাস, গরীবের ব্যক্তিত্ব
টনটনা ধন দৌলতের বিপরীতে!
অন্যায়ের প্রতিবাদ গরীব রাই করে
ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করতে দ্বিধা বোধ করে না।
ধনী আর ধনীদের অপকর্মে বন্ধুত্ব হয়,
গরীব কে চুষে খেয়ে নিজেদের অস্তিত্ব টিকায়।