বড় অস্বস্তি লাগে ! যখন দেখি শিশুর স্বাভাবিক বিকাশ নাই
মানে অভিভাবকের চিন্তা চাপিয়ে দিচ্ছে শিশুর মনে !

বড় অস্বস্তি লাগে, যখন দেখি শিক্ষিত বেকার ছেলে
অশিক্ষিত লম্পটের ঘানি টানে !

বড় অস্বস্তি লাগে, যখন দেখি অল্প বিদ্যান লোক
নিজেকে বিদ্যান বলে সবার সামনে জাহির করছে!

বড় অস্বস্তি লাগে, যখন দেখি মার চেয়ে মাসির দরদ বেশী,
চাটুকারের সমাগম বেশী!

বড় অস্বস্তি লাগে, রাতের অন্ধকারে লম্পট কুৎসিত মনের লোক,
দিনের বেলায় সমাজ সেবী বিজ্ঞ নেতা বনে!

বড় অস্বস্তি লাগে, মা বাবাকে ভাত না দিয়ে
শ্বশুর শ্বাশুড়ীর বোঝা টানছে !

হৃদয়ের মাঝে যন্ত্রনার পাহাড় জমে গলা পর্যন্ত উঠে আসে!
নিজেকে অপরাধী ভাবী, কেন এ জীবন কেটে গেল
শুধু নিজের সংসারের দায়িত্ব পালন করে।