স্বাধীন দেশে আজও মায়ের কোল খালি হয়
ধর্ষিত হয় মা বোন!
শহীদ মুক্তিযোদ্ধা তোমাকে বলছি ভাই
স্বাধীনতা পেলাম কোথায়,
তোমাদের বুকের তাজা রক্তে স্বাধীন দেশ
তাদের আত্মা শান্তি পেলো কোথায়,
কাগজে কলমে স্বাধীনতা
বাস্তবে খুঁজে পাওয়া দায়।
স্বাধীন দেশের নাগরিক মোরা, স্বাধীন মোরা নই
পশ্চিম পাকিস্থানী রা বিদায় নিলে ও
রয়ে গেছে তাদের প্রেত-আত্মা
তাদের জন্য হর-হামেশায় দেশটা আতংকিত হয়
পোষ্য বিড়াল নিজের মাছ খেয়ে যায়,
রাজনীতিবিদরা পরের বিড়াল তাড়ায়।
এই ভাবে চলতে থাকলে দেশ,
বাংলার জনগনের বাড়বে আহাজারি,
উপেক্ষিত হবে স্বাধীনতা!