বিচ্ছেদ বড় কষ্টের বিষয়
লুকিয়ে রাখি হৃদয়ে,
বলা যায় না যত্রতত্র
কষ্ট লাগে মনে!
বন্ধু আমার দু’হাত বাড়িয়ে
আলিঙ্গন করে যখন,
মনের কষ্ট বিদায় নেয়
আনন্দে থাকি সারাক্ষণ।
চোখের আড়াল হলে পরে
মনের আড়াল হয় না,
বুকের ভিতর হাহাকার করে
বাহিরে দেখা যায় না।
ভালবাসার প্রকাশ নাই
অন্তরমুখী জ্বালা,
ভালবাসা হৃদয়ের মাঝে
সব সময় করে খেলা।