প্রজাপতি প্রজাপতি করছ কেন নাচা নাচি
এই ফুলে তো মধু নাই অন্য ফুলে বসি,
ঝিংগে ফুলের হলুদ রং রোদে করে ঝলমল
লতা পাতায় বন বাদাড়ে মন হারায় সারাক্ষণ!

হরিণ ডাংগায় মোদের বাড়ী তাল গাছের সারি সারি,
তাল পাতায় বাবুই’র বাসা ডিম পেড়েছে খাসা খাসা,
সন্ধ্যা বেলায় পাখিরা সব সকলে মিলে করে রব!

নীল আকাশের বুকে সূর্য উঠেছে হেসে
রোদের কিরণ গায়ে মেখে মন হারিয়ে যায় দুরে,
ভোরের সকাল ঘুমের বুড়ি আড়মোড়া খেয়ে উঠে পড়ি
মায়ের শাসনে।

মায়ের শাসন, মায়ের বকন নিত্য দিনের পাওয়া
খাবার টেবিলে খাবার পেলে কোন কিছু মনে থাকেনা,
তিনি আমার গর্ভধারিণী, জন্মদাত্রী মা
এই ভুবনে মাকে ছাড়া আসা হতো না।।