এটাকে বেঁচে থাকা বলে,
ধুসর জীবন অন্ধকারে ঢাকা দিন যায় দিন আসে
স্মৃতির পটে আঁকা।
দিনের উজ্জ্বলতা নিমজ্জিত হয় অন্ধকারে
আলোর প্রদীপ জ্বলে অন্ধকারের মাঝে
জীবনের উত্থান পতন সময়ের হাত ধরে
চঞ্চলতা থির হয়ে আসে নদীর স্রোতের মত!
স্রোতের ঘুর্ণী পাকে ঘুরপাক খায় স্মৃতির পাতা
ঢেউ র সাথে ঢেউ হাত ধরে কিনারায় যায়
হৃদয়ের না বলা কথা সামনের দিকে ধায়।
গাছ লতা পাতা বেঁচে আছে নিজস্ব ধারায়
তাদের ও জীবন আছে করে বাঁচার আশা
নদী যেমন বয়ে চলে অবিচল ধারায়!
ক্লান্তি হীন পথ চলা জীবনের বাঁকে বাঁকে
কালের অন্তরালে অতীতের প্রতি ছবি ভাসে
তবুও বেঁচে থাকার অন্তহীন পথচলা।