মনে অনেকে স্বপ্ন নিয়ে সংসার পাতে মানুষ
আনন্দ, ভালবাসা, প্রেম মিশ্রিত জীবন,
কিছু চাওয়া, কিছু পাওয়া, কিছু ব্যর্থতা নিয়ে
দিনের সূর্য উঠে, রাতের অন্ধকার নামে
সময় চলে সময়ের গর্ভে থেকে যায় স্মৃতি।
দিন বদলের পালায় সংসারে আসে নতুন
অতিথির আগমন, ছেলে আর মেয়েদের
মিলন মেলা, নতুন অভিজ্ঞতা, নতুন প্রাপ্তি
সুখের সংসার ঝামেলা মুক্ত !
সকলের কাছে আদর্শ পরিবার হয়ে উঠা।
বাস্তবতার আগমন, পরিবারের কর্তা ব্যক্তির প্রস্থান,
গড়ে উঠা আদর্শ পরিবারের ছন্দ পতন,
সম্পর্কের নতুন সদস্যর আগমন, স্বার্থ, লোভ,
চাওয়া-পাওয়া পরিবারের দরজায় দাঁড়িয়ে!
অংশী দারিত্বের নেশায় আদর্শ পরিবার টুকরো
টুকরো, পরিবারের লোকজন একে অন্যের
মুখ দর্শন টুকু করে না, এটাই বুঝি নিয়তি।