আমি জ্বলছি
কখনো রোদের তাপে
আবার,
কখনো জ্যোৎস্নায় আলোয়!
জ্বলছি উনুনের আগুনে
রেস্টুরেন্টের নান রুটির মতন
কোন এক ভরা পুর্নিমার রাতে
শুনশান রাস্তার গলিতে
জারজ সন্তানের মতন
গন্ধ শুঁকে লোভের চোখ
আমায় ভস্ম করে,
কি করে বুঝায়, জ্বলছি
আমি জন্ম থেকে!  
জ্বলে জ্বলে অঙ্গার হয়েছি
ভালবাসা পায়নি কারো।