রাতের অন্ধকার কেন যেন আমায় টানে
সারা দিনের কর্ম ক্লান্তি জড়ো হয়ে আসে রাতে
নিজের ভুবনে হারিয়ে যায় ;
প্রশ্ন করি উত্তর খুঁজি বার বার .....................

আমি প্রতি নিয়ত তোমায় দেখি কালো,
অন্ধকার আমায় দেখে না!
কালো অন্ধকারের তো আমার মত দুটো চোখ নাই,
হৃদয়ে কোন জ্বালা নাই।

দিনের আলোর আগমন ঘটলে রাতের
অন্ধকার বিনা প্রতিরোধে নিজে সরে যায়,
কেন এমন হয় ভাবনায় ভরে মন!

রাতের অন্ধকার আর আমি দু’জনই কালো
বাকিরা সবাই জগতের আলো,
দু’জনই প্রতিদিন একটু একটু করে আলোর
সাথে বন্ধুত্ব করার চেষ্টা,
যদি কপালে জুটে আলোর সন্ধান!