বিধাতার সৃষ্টি এই সুন্দর ধরিত্রী তে হর হামেশা বিচরণ করি
কিন্তু এই ধরিত্রীর রূপ রস উপভোগ করার সৌভাগ্য হয়নি
তবুও মনে কোন ক্ষোভ বা দুঃখ নেই !
পৃথিবীতে বিচরণ করতে পারি এটাই অনেক বড় পাওয়া
ধরায় না এলে বুঝতে পারতাম না প্রকৃতির আচরণ !
সব কিছু অনুভব করি আমার অন্তর আত্মা দিয়ে ।
তবে মাঝে মাঝে সাদ জাগে মানুষ তো,
যদি সব কিছু দু’নয়নে দেখা যেত !
আর হৃদয় ভরে অনুভব করতে পারতাম
জন্ম হয়ত আমার সার্থক হতো ।
হৃদয়ের চোখ দিয়ে দেখি অপরের ভালবাসা প্রেম মান অভিমান
নিজেকে নিয়ে যাই সেই সীমানায়,
আমাকে তো কেউ ভালবাসে না।
যারা সব কিছু নিয়ে এই ধরায় এসেছে তারা অতি ভাগ্যবান
কিন্তু তারা আমাদের মত অন্ধ, বোবা, শ্রুতিহীন তাদের কষ্ট টা বুঝে না !
আমাদেরও ভালবাসতে, আবেগ প্রকাশ করতে,
ইচ্ছে ডানা মেলে উড়তে ইচ্ছে করে,
এই ইচ্ছে গুলো আমরণ বক্ষে ধারণ করে পৃথিবী থেকে বিদায় নিতে হবে !
অপেক্ষায় আছি............................!