অনেক স্বপ্ন নিয়ে মুক্তি যুদ্ধে যাওয়া
দেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর হলো, স্বাধীন দেশ,
স্বাধীন পতাকা, স্বাধীন রাষ্ট্র।
ঘাপটি মেরে এখনো লুকিয়ে আছে স্বাধীনতার শক্র
বিপক্ষ শক্তি গোপনে গোপনে সংগঠিত,
স্বাধীনতার শক্তির সাথে মিশে আছে দোরাত্ব আজও কমেনি,
টাকা পয়সা বেশী স্বাধীন দেশ কে উল্টাতে চায়।

আজ আমি, হতাশ আর আতংকিত,
মুক্তিযোদ্ধা র ঘরের ভিতর থেকে নব-প্রজন্ম, মুক্তিযুদ্ধোকে,
বঙ্গবন্ধু কে নিয়ে কটূক্তি ও ছেলে খেলা করছে,
নারীর প্রতি কু-দৃষ্টি দিচ্ছে নিজের চরিত্রের নগ্নরুপ প্রকাশ্যে জাহির করছে।
এ জন্য কি এক সাগর রক্তের বিনিময়ে,
দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে, ত্রিশ লক্ষ শহীদের তাজা রক্ত,
এই মাটি এই পতাকায় জড়িয়ে আছে।

ধিক্কার দিতে হয় নিজেকে, এ প্রজন্মে র ছেলে হয়ে,
আমরা স্বাধীনতা মানি না, আমরা স্বাধীনতার সঠিক ইতিহাস জানিনা,
আমরা সহবত জানি না, আমরা জানতে চায় না।
প্রতিজ্ঞা বদ্ধ হতে হবেই, স্বাধীনতা কে দেশকে দেশের পতাকা কে
পুর্বসুরীদের মত আমরাও রক্ষা করব জীবন বাজী রেখে!