দেশে কি সব আজব ঘটনা ঘটছে
চারপাশে,
একই বাড়ী তে থেকে বাবা ছেলে
ক্ষমতার জন্য করছে লড়াই।

মানবতা সহমর্মিতা সব নির্বাসনে
বলার কেহ অবশিষ্ট নাই,
গণতন্ত্র পরিবারের মধ্যে বন্দী
নিঃশ্বাস নিতে কষ্ট হয়।

ক্ষমতাসীনরা নিত্য নতুন আইন করছে
কলম আর মুখ বাঁধা,
সবার মনের ভিতর টাকা পয়সা
কামাবার ধান্দা।

দেশের সম্পদ ইচ্ছে মত পাচার হচ্ছে  
প্রাপ্তির হিসাব খুবই সামান্য,
সবাই তারা স্বার্থ আর পেশি শক্তিতে মত্ত
দেশপ্রেম হয়েছে বাস্তহারা।

ডিজিটালের যুগে মুখ গুঁজে উদাস
হচ্ছি তাই।
দেশের কথা জনগণের কথা
ভাববার কেহ নাই।

পরকিয়া হলো বউ বদলে মাধ্যম
সমাজে বাড়ছে অনাচার অবিচার
আদালত চলছে মানুষের ইচ্ছায়
সুবিচার হারিয়ে পায় অবিচার।