গণতন্ত্র আমাদের মত গরীবের জন্য নয়
আমাদের নুন আনতে পানতা ফুরায়
গণতন্ত্রের কথা ভেবে কি পেট ভরবে, কি লাভ !
শরীর যদি না চলে হাড়িতে চাল উঠে না
ঐ দিন আল্লার ইচ্ছায় উপোষ থাকতে হয়
ছেলে মেয়েরা ক্ষুধায় খুব বিরক্ত করে
খুব রাগ হয় কিন্তু ওদের মত যে আমারও অবস্থা!
গণতন্ত্র এখন বড় লোকের পকেটে কিনে রেখেছে
এখন সব কিছু পয়সার বিনিময়ে চিন্তা করে সবাই
আমার একটা অধিকার ছিল ভোট সেটাও বিক্রি
স্বাধীনতা বলে আমাদের কিছুই নাই সব হরণ হয়েছে
আমাদের হাত পায়ে বেড়ি, বুকের ভিতর পাথর চাপা
মুখ আছে তবে সত্য বলার অধিকার নাই !
হর দিন কোদাল পাতি নিয়ে শহরের মুড়ে বসে অপেক্ষা
ক্রেতা আসে আমাদের শ্রম সওদা করতে কখনো বিক্রি আবার
চোখের সামনে যখন ভেসে উঠে বউ বাচ্চাদের শুকনো মুখ
ইচ্ছার বিরুদ্ধে কম দামে আমার শ্রম বিক্রি করতে বাধ্য হই
কখনো কখনো আবার অবিক্রীত থাকতে হয়, হতাশার !
গণতন্ত্র কি আমাদের জন্য কিছু করার সুযোগ নাই অন্ততঃ
শ্রম বিক্রি করার নিশ্চয়তা টুকু থাকলে বাচ্চারা ক্ষুধার্ত থাকে না।
যিনারা দায়িত্বে আছেন তিনারা কি একটু ভেবে দেখবেন !!