দিন বদ্লাচ্ছে, সময় বদ্লাচ্ছে, মানুষের প্রতি
মানুষের ভালবাসা বদ্লাচ্ছে,বদ্লায় না শুধু
আমাদের স্বভাব চরিত্র! কিছু লোক আঙ্গুল
ফুলে কলা গাছ, কলা গাছ থেকে বট গাছ!
গরীব মেরে বড় লোক হওয়ার প্রচলন আদিকাল
থেকে, এখন যেন একটু বেশী, চারিদিকে তৈল
মারার লোকের সংখ্যা দিন দিন বেড়েই চলছে!
অসুস্থ প্রতিযোগীতা ঘরে বাহিরে, সমাজ আর
রাষ্ট্রে সকল স্তরে প্রভাবিত, কখনো প্রকাশ্যে
আবার কখনো কৌশলে, তবে চলমান!
আমি কি আমার মধ্যে আছি, নাকি অন্য কোন ফন্দি
আঁটছি, লেখা পড়ায়, খেলা ধুলায়, কর্ম জীবনে,
রাজনৈতিক মঞ্চে, আবার ফিরে আসে অন্দর মহলে।
পরিবারে শান্তি নাই, সমাজে দেশে শান্তি নাই, নাই
শান্তি বিদেশে, বাড়ীর বউ পরকীয়া করে, স্বামী ঘুরে
অন্য মেয়েকে নিয়ে, রাজনৈতিক মঞ্চে আশ্বাসের
বাণী, বাস্তবায়নে করপুর, এক দেশ আক্রমণ করে
অন্য দেশকে!
ভাল থাকার গুন গুলো যেন আতুর ঘরে!