হৃদয় গগনে লুকিয়ে রেখেছি গোপনে
কখনও আলাদা হতে দিব না তোমায়,
জীবনে মরণে অস্থি মজ্জায় বিচরণ তোমার
তোমাকে ভুলে থাকা দায়।
তোমার ডাকে জীবন বাজী মরণে নাই ভয়
দেশ মাতৃকার রক্ষা র ডাকে দিয়েছে সাড়া,
মৃত্যু কে জয় করেছে তারা তোমার ডাকে
বুকের তাজা রক্ত ঢেলে রক্ষা করেছে দেশ।
লাল সবুজের পতাকায় মোড়া তোমার চাঁদ মুখ
তুমি আছো পতাকার মাঝে, জাতীয় সঙ্গীতের সুরে,
অদৃশ্য হাতে ধরেছে হাল,নিয়ম নীতির মাঝে
স্ব-শরীরে অণু-উপস্থিত তুমি বেঁচে আছো সবার মাঝে।
তোমায় যারা হত্যা করেছে শাস্তি তাদের হবেই
কিছু লোক আড়ালে থেকে কল কাঠি নাড়ে,
মিথ্যা তাদের বেসাতি পানা সবাই তা জানে
সত্যের জয় হবেই হবে মিথ্যা যাবে ঢেকে।
ইতিহাস তোমার সাক্ষী দিবে হাজার বছরের
শ্রেষ্ঠ বাঙ্গালী, তুমি ছাড়া স্বাধীনতা পেতাম না
আমরা সকলে জানি!