আজকের বিকেল টা অন্য রকম লাগছে
সুর্যর নিভু নিভু আলো আর শীতল বাতাস
কেমন যেন নিজেকে মাতাল মাতাল লাগছে!

বাইক নিয়ে বেরিয়ে পড়েছি কর্ম স্থলে ফিরবো বলে,
অর্ধাঙ্গিনী বারান্দায় দাঁড়িয়ে হাসি মুখে বিদায় দিল।
যত রাস্তা পিছনে যাচ্ছে ততোই বাড়ীর কথা মনে পড়ছে,
পড়ছে করুণার বিদায়ের মুহূর্ত।

রাস্তার দুই পার্শ্বের সরিষার ক্ষেত হলুদ ফুলের সমাহার,
দেখে নয়ন জুড়ায়।  
মৌ-চাষী রা জমির আইলে অগণিত বাক্স রেখে মধু সংগ্রহ করে,
মৌমাছিরা ফুলে ফুলে মধু আহরণ করে ঐ বাক্সে মৌচাকে সঞ্চয় করে।

কর্মস্থলে ফিরে এলেও বাড়িতে অবস্থান কালে
বিশেষ মুহূর্ত গুলো বার বার চোখের সামনে ভেসে আসছে।
ভালবাসা, প্রেম, আদর অন্তরাত্মা প্রশ্ন করছে!
এটাকে ই কি ভালবাসা বলে!