জীবন চলে জীবনের গতিতে
থেকে যায় কৃত কর্মের ফল
ভাল আর মন্দের মিশেলে
শিশু থেকে কৈশোর,
কৈশোর থেকে যৌবন জীবন গড়া
সাধনা অধ্যাবশায় নির্দিষ্ট লক্ষ্যে
জড়িয়ে থাকে সময়।
পরিবার সন্তান প্রভাব প্রতিপত্তি
হাতের মুঠোয় এসে দাঁড়ায়
ভাল আর মন্দ মিলে সময় চলে যায়।
মানুষের যখন কর্ম-ক্ষমতা কমে যায়,
ইনকামের সুযোগ চলে যায়
পরিবারে অতিরিক্ত হয়ে পড়ে,
পূর্বে কোন অবদান মনে রাখে না
অবশিষ্ট থাকে ল্যাঞ্চনা আর গঞ্জনা
এটাই কি নিয়তি!