গতকাল পর্যন্ত আমার কোন অসুখ ছিল না
হঠাৎ শরীরের তাপমাত্রা বেড়ে গেল ১০০,
১০১ এবং ১০২ ডিগ্রী মাঝে মধ্যে ঘাম দিয়ে যায়,
মাথা ব্যথা করে ভাল লাগে না।

চার দেয়ালের মাঝে আমি একা, নিঃসঙ্গতা ঘিরে ধরেছে,
দুঃস্বপ্ন ঘুরে ঘুরে আসে চোখের সামনে,
কিছুই ভাল লাগছে না, আজকে কেন যেন সঙ্গ পেতে চায়।

বহুদিন জ্বর হয়নি আজকে মেনে নিতে খুব কষ্ট লাগছে!
পরিচিতরা সকলে ফোনে খোঁজ খবর নিচ্ছে
আর উপদেশ দিচ্ছে এই কর সেই কর!

মজার ব্যাপার অন্য দিন চব্বিশ ঘন্টায় কেউ কোন
খবরা খবর নিতো না! তীর্থের কাকের মত তাকিয়ে
থাকতাম মোবাইল ফোনে, আর আজ তবুও তো
কাছের লোক গুলো খবর নিচ্ছে! এটা বা কম কিসের!