ওরা বলছে তারা এ কাজ করেনি,
আমরা বলছি ও কাজ আমরা করিনি
প্রশাসন বলে তাদের জীবনের নিরাপত্তা দিবে কে !
তবে সাধারণ জনগণ কার কাছে যাবে বলতে পারেন?
এখনো বিশৃঙ্খলা লেগে আছে আমার দেশে
সবাই ক্ষমতা নিয়ে বিজয় উল্লাসে মেতে উঠেছে
ক্ষমতা ব্যবহার হবে সাধারণ জনগণের উপরে
সরকার পতনের পর কত লোক নিহত হয়েছে তার কোন হিসাব নাই
মাঝে আবার ধর্মান্ধতার বিষঃবাস্প ছড়িয়ে দিয়েছে শহর থেকে গ্রামে !
চোখের সামনে দিনে রাতে প্রকাশ্যে ঘর বাড়ী লুণ্ঠন, নারী ধর্ষণ
নারী অপহরণ, বাবা মাকে লাঞ্ছিত করন ইত্যাদি চলছে
কেউ সাহায্যে র হাত বাড়ায় নি লুটপাটে ব্যস্ত চেনা মুখ
বন্ধুরা বলেন সময়টা যে অচেনা বেঁচে থাকার লোভে কাপুরুষ ।
কোথায় কোথায় দুর্নীতি হয়েছে খুঁজতে ব্যস্ত তারা
আবার আন্দোলনে শহীদ’র পরিবারের কাছে সমবেদনায় ব্যস্ত
এখনো যারা নৃশংস ভাবে হত্যা হচ্ছে নির্যাতিত হচ্ছে, অগ্নি সন্ত্রাসে দগ্ধ
তারা কি কুকুর বিড়াল ছিঃ ছিঃ কি বলছি তাদের ও প্রভু আছে !
এখন পর্যন্ত মনে হচ্ছে মুদ্রার এপিট আর ওপিট.
আশংকা হচ্ছে মধ্য বয়সী বয়োঃবৃদ্ধ জনগণ জেগে উঠলে কি
তাদের সন্তানেরা নিশ্চয় বাবা মা কে হত্যা করবে না
বাঁচানোর চেষ্টা টুকু করবে সময় বলে দিবে !