আকাশী নীল শাড়ি খোপায় শিউলি ফুল চোখে মুখে ভালবাসার আবেগ
পড়ন্ত বিকেলে মিষ্টি রোদের আলোয় অপেক্ষা
সন্ধ্যা আসন্ন ঝিংগে ফুলের আভায় ফিরে আসবে তো আগের মতন!
খোলা বারান্দার এক কোনে গোল টি-টেবিল
দু’পাশে দুটো হাত ওয়ালা চেয়ার খালি, দু’কাপ গরম কফি
ধোঁয়া গুলো গোল হয়ে উড়েছে উর্ধ্বমুখী তোমার অপেক্ষায়,
ধোঁয়ার কুন্ডোলীর মত হৃদয়ের ভালবাসা ঘুরপাক করছে
তোমায় বলবে বলে!
অপেক্ষার প্রহর গুনছি, একটি চেয়ার খালি, গরম কফির ধোঁয়া
ক্রমশঃ শেষ হয়ে আসছে, সন্ধ্যা শেষে রাত, রাত শেষে ভোর!
ভালবাসার আবেগ গুলো থমকে বুকের ভিতর জমা হয়ে আছে
তুমি এলে না, না বলা কথার মালা ঠোঁটের মাথায় রয়ে গেল!
আকাশের মন খারাপ মেঘের চাদরে ঢাকা বৃষ্টির আনাগোনা
বৃষ্টির সন্ধ্যায় দু’জনের বৃষ্টি স্নান স্মৃতির পাতায় হারিয়ে খুঁজে ফিরি!
ভরা যৌবনে তোমার ভালবাসা আমার কাছে গচ্ছিত রয়ে গেছে,
কোন এক অজানা কারণে! যুগল বন্দর বিচ্ছেদ
আমি রয়ে গেছি আগের মতই, জানি না তুমি কেমন !